শনিবার , ডিসেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় কৃমি নিয়ন্ত্র্রণ সপ্তাহের উদ্বোধন

বাগাতিপাড়ায় কৃমি নিয়ন্ত্র্রণ সপ্তাহের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া
নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীদের কৃমি নাশক ট্যাবলেট খাইয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।

এ উপলক্ষে এক আলোচনা সভায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পাল, মহিলা ভাইস চেয়ারম্যান খোদিজা বেগম শাপলা। অন্যান্যদের মধ্যে ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা খাদেমুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলী, শিক্ষা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মজনু মিয়া প্রমুখ।

উল্লেখ্য, আগামী ৭ অক্টোবর পর্যন্ত এ উপজেলায় ৫ থেকে ১৬ বছর বয়সী ৩২ হাজার ৬১১ জন শিশুকে এ ট্যাবলেট খাওয়ানো হবে।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …