শুক্রবার , সেপ্টেম্বর ১৩ ২০২৪
নীড় পাতা / অর্থনীতি / বাগাতিপাড়ায় পেঁয়াজের মূল্যবৃদ্ধি না করা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি

বাগাতিপাড়ায় পেঁয়াজের মূল্যবৃদ্ধি না করা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া
পেঁয়াজের মূল্যবৃদ্ধি না করা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পাল। মঙ্গলবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে আপলোড করা হয়। সেখানে তিনি উল্লেখ করেন বর্তমানে হঠাৎ করেই বাজারের পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে।

তিনি জানান, হঠাৎ করে মূল্য বৃদ্ধি হওয়ার মতো কোনো কারণ নেই। তারপরেও কেজিপ্রতি পেঁয়াজ ২০ থেকে ৩০ টাকা বৃদ্ধি পেয়েছে। বাজারে পেঁয়াজ যাতে কেউ অবৈধ ভাবে মজুদ করে মূল্য বৃদ্ধি করতে না পারে এ ব্যাপারে তিনি তথ্য দিয়ে সকলের সহায়তা কামনা করেছেন।

আরও দেখুন

সিংড়ায় শহীদ ছাত্র-জনতার স্মরণে আলোচনা সভা ও বৃক্ষ রোপন

নিজস্ব প্রতিবেদক:   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র-জনতার স্মরণে দোয়া, আলোচনা সভা ও বৃক্ষ রোপন কর্মসূচি …