নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / বাগাতিপাড়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৩

বাগাতিপাড়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৩

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
নাটোরের বাগাতিপাড়ায় মাদকের বিশেষ অভিযান পরিচালনা করে তিন মাদক সেবনকারীকে আটক করেছে মডেল থানা পুলিশ।বুধবার দিনগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-উপজেলার পেড়াবাড়িয়া গ্রামের আব্দুল খালেক ওরফে দুলালের ছেলে মিনহাজুল ইসলাম ওরফে মিঠু (২২) নুরপুর মালঞ্চি কলেজপাড়া গ্রামের মৃত কুদ্দুস সরকার ছেলে মাসুদ (৩০)স্বরুপপুর গ্রামের বেলাল উদ্দিনের ছেলে ওয়াশিম উল ইসলাম ওরফে চঞ্চল (২৮)।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন বলেন, আটককৃত তিন জনের বিরুদ্ধে মাদকের তিনটি মামলা রুজু হয়েছে। তাহাদের বৃহঃবার বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

আরও দেখুন

বাগাতিপাড়ায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণেকরণীয় শীর্ষক মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক: নাটোর জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৪র্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় …