নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

বাগাতিপাড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া
“জনসংখ্যা ও উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলনের ২৫ বছর: প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা  পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে বৃহস্প্রতিবার সকালে উপজেলা চত্ত্বর থেকে এক র‌্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে বড়াল সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পাল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খাদেমুল ইসলাম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খোদিজা বেগম শাপলা, ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড.আমিনুল ইসলাম, কৃষি কর্মকর্তা মোমরেজ আলী, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাহাতাব উদ্দিন প্রমূখ।

আরও দেখুন

নাটোরে কোটাবিরোধী এবং ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে ৫ পুলিশ সহ আহত ৬

নিজস্ব প্রতিবেদক: নাটোর প্রতিনিধি নাটোরে কোটাবিরোধী এবং ছাত্রলীগের মধ্যে দফায় দফায় ইট পাটকেল নিক্ষেপ চলেছে। আজ …