শুক্রবার , সেপ্টেম্বর ১৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
“নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০১৯ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এক র্যালি উপজেলার গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন করে। রালি শেষে উপজেলার বড়াল সভা কক্ষে সচেতনতা বৃদ্ধির লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, উপজেলা নির্বহী অফিসার প্রিয়াংকা দেবী পাল। উপজেলা কৃষি অফিসার মোমরেজ আলী, শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মজনু মিয়া, উপজেলা সমবায় অফিসার আকরাম হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কার্য সহকারী শাখাওয়াত হোসেন প্রমুখ।

এসময় সারাদেশের ন্যায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান টিআর-কাবিটা কর্মসূচির আওতায় দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মান প্রকল্পের ২১ টি ঘর এর উদ্বোধন করা হয়।

আরও দেখুন

সিংড়ায় শহীদ ছাত্র-জনতার স্মরণে আলোচনা সভা ও বৃক্ষ রোপন

নিজস্ব প্রতিবেদক:   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র-জনতার স্মরণে দোয়া, আলোচনা সভা ও বৃক্ষ রোপন কর্মসূচি …