শনিবার , ডিসেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / বাগাতিপাড়ায় অবৈধ ভাবে জমি দখলে বাধা, হামলায় আহত চার

বাগাতিপাড়ায় অবৈধ ভাবে জমি দখলে বাধা, হামলায় আহত চার

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের বাগাতিপাড়ায় অবৈধ ভাবে বাসস্থানের জমি দখলে বাধা দিলে প্রতিপক্ষের হামলায় চারজন আহত হয়েছে। বুধবার সকালে উপজেলার পেড়াবাড়িয়া মহল্লায় মৃত. আব্দুল বারীর স্ত্রী ফরিদা ইয়াসমিনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন সুবর্ণা আক্তার (৪৮), সুরমা খাতুন (৩২), প্রিয়া খাতুন (২৩), স্বপ্ন (১৬)। ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাগাতিপাড়া ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লি. (মাল্টিপারপাস সোসাইটি) কর্তৃপক্ষের কাছ থেকে তাদের জমি ও গৃহ ভাড়া নিয়ে প্রায় দীর্ঘ ৩০ বছর যাবৎ বসবাস করে আসছিলেন মৃত বারীর পরিবার। বসবাসের ঘরগুলো দীর্ঘ দিনের হওয়ায় জরাজীর্ণ হয়ে পড়ায় ওই সমিতির কর্তৃপক্ষের নিকট পুনরায় চুক্তি করে ঘর সংস্কার কাজ শুরু করে ওই পরিবার। ঠিক তখনই বিপত্তি তোলে পাশ্ববর্তী লক্ষণহাটি মহল্লার মৃত. সরফরাজুল ও মকবুল হোসেনের পরিবার। ওই জমি তাদের বলে দাবি করেন এবং গৃহ নির্মাণ কাজ বন্ধের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালাতে মামলা দায়ের করেন। মামলার রায় সমিতির পক্ষে আসলে থানা পুলিশ এবং সেনা ক্যাম্পকে বিষয়টি অবগত করে বারীর পরিবার পুনরায় গৃহ নির্মাণ কাজ শুরু করে। তবে কাজ চলা অবস্থায় মঙ্গলবার সকালে আদালতের আদেশকে অমান্য করে তারা নারী পুরুষ নিয়ে এসে ওই বাড়িতে অতর্কিত হামলা, ভাংচুর ও লুট করে। বাধা দিলে প্রতিপক্ষের হামলায় চারজন আহত হয়। তাদের স্থানীয়রা উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে যোগাযোগের জন্য হামলা করতে আসা হিরোনের মুঠোফোনে একাধিকবার চেস্টা করেও ফোনটি বন্ধ পাওয়া গেছে। এ বিষয়ে বাগাতিপাড়া ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লি. এবং সমবায় কর্তৃপক্ষ জানায়, হামালাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন

লালপুরে ইটভাটায় অভিযান– ৫ লক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে লালপুর উপজেলা প্রশাসন। শনিবার …