শুক্রবার , ডিসেম্বর ৬ ২০২৪
নীড় পাতা / জাতীয় / বরিশালে ৪শ কেজি অবৈধ পলিথিনসহ আটক ২

বরিশালে ৪শ কেজি অবৈধ পলিথিনসহ আটক ২

বরিশাল নগরীর বাজার রোডে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৪শ কেজি পলিথিনসহ ২ জনকে আটক করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার সময় বরিশাল বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবদুল হালিম-এর নেতৃত্বে এবং র‌্যাব-৮-এর সহযোগিতায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় দুইটি দোকানের গুদাম থেকে বাজারে বিপণন নিষিদ্ধ ৪শ কেজি পলিথিন ব্যাগ জব্দ করাসহ তিনজনকে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড, ৫০হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বরিশাল পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবদুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও দেখুন

পিরোজপুরে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে দিনব্যাপীপ্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:  ১৩ জুলাই ২০২৪, শনিবার, ঢাকা: মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে পিরোজপুরের …