নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
নাটোরের বড়াইগ্রাম উপজেলা বিএনপি’র সদস্য সচিব হজরত আলী (৫৯) হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার সকাল ৭ টা ৪০ মিনিটে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ আসর খলিশা ডাঙ্গা কলেজ মাঠে জানাজার নামাজ শেষে নিজ গ্রাম ধানাইদহের সামাজিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা বিএনপি’র আহ্বায়ক আমিনুল হক ও উপজেলা বিএনপি’র আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল কাদের মিয়া, সাবেক সংসদ সদস্য মোজাম্মেল হক, গুরুদাসপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ, সাবেক বড়াইগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক আব্দুল হাকিম, বড়াইগ্রাম পৌর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শরীফুল হক মুক্তা, সদস্য সচিব সাবেক মেয়র ইসাহাক আলী নিহতের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

বড়াইগ্রাম উপজেলা বিএনপি'র সদস্য সচিব হজরত আলী