নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় মুজিববর্ষ উপলক্ষ্যে বিশেষ সেবা কর্মসূচি পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে স্থাণীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস এবং নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ কর্মসূচির উদ্বোধন করেন।
কর্মসূচির সূচনায় একটি শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর চত্বরে শেষ হয়। সেখানে বড়াইগ্রাম পৌর মেয়র আব্দুল বারেক সরদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার নাটোরের উপ-পরিচালক গোলাম রাব্বানী, ইউএনও আনোয়ার পারভেজ, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন আলী, অধ্যক্ষ ইসমাইল হোসেন, প্রধান শিক্ষক আসাদুজ্জামান, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার, সম্পাদক মাহবুব-উল- হক বাচ্চু প্রমূখ ।
আরও দেখুন
মৃত স্বামীকে দেখতে গিয়ে মারধরের শিকার
নববধূসহ তার স্বজনরা নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম…….নাটোরের বড়াইগ্রামে মৃত স্বামীকে দেখতে গিয়ে মারধরের শিকারহয়েছেন এক নববধূসহ …