বুধবার , জানুয়ারি ২২ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে শেখ হাসিনার জন্মদিন পালন

বড়াইগ্রামে শেখ হাসিনার জন্মদিন পালন

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভায় শনিবার বিশেষ দোয়া, আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়েছে। বনপাড়া পৌর মিলনায়তনে মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি কেএম জাকির হোসেনের সভাপতিত্বে আওয়ামী লীগ নেতা-কর্মী, পৌর এলাকার সকল মসজিদের ঈমামদের অংশ গ্রহণে সকাল ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। একই সাথে পৌর এলাকার সকল মসজিদে যোহরের নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, পৌর আওয়ামী লীগের সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু, কাউন্সিলল বোরহান উদ্দিন, আশরাফুল আলম মিঠু, মাসুদ রানা প্রমুখ।

আরও দেখুন

নলডাঙ্গায় দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের শীতবস্ত্র বিতরণ ও বার্ষিক সাধারণ সভা

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,,, উপজেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও বার্ষিক সাধারণ সভা …