বুধবার , জানুয়ারি ১৫ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার এর মৃত্যুতে গার্ড অব অনার প্রদান

বড়াইগ্রামে মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার এর মৃত্যুতে গার্ড অব অনার প্রদান

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
সোমবার সকাল সাড়ে দশটার দিকে বড়াইগ্রাম উপজেলার গড়মাটি সরদারপাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের জানাজার নামাজ উপজেলার গড়মাটি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।

গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে তার নিজ বাসভবনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর জানাজার নামাজে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ, উপজেলা চেয়ারম্যান ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারী, গোপালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, বাংলাদেশ চেতনায় ৭১ লীগ এর নাটোর জেলার সভাপতি আসাদুজ্জামান শহীদ, বড়াইগ্রাম উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার এবং স্থানীয় মুক্তিযোদ্ধাগণ।

গার্ড অব অনার শেষে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর তাকে তার নিজ গ্রামে গড়মাটি কেন্দ্রীয় গোরস্থানে সমাহিত করা হয়।

আরও দেখুন

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে ফুটবল টুর্নামেন্টে বড়াইগ্রাম পৌরসভা চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম ,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বনপাড়া পৌর …