বুধবার , অক্টোবর ১৬ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বড়াইগ্রামে মাদকসহ ২ জন আটক

বড়াইগ্রামে মাদকসহ ২ জন আটক

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
নাটোরের বড়াইগ্রামে মাদকসহ রাজ্জাক ও বারেক নামে ২ জনকে আটক করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার দিয়ারপাড়া আদর্শগ্রামে সুনিলপালের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে হেরোইন সহ আটক করে পুলিশ। আটক আ: রাজ্জাক(৪২), মৃত আব্দুল কুদ্দুসের ছেলে ও বারেক হাওলাদার দিয়ারপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। পুলিশ জানায় রাস্তার উপর বসে হেরোইন সেবন এবং বিক্রয় করলে তাদের হাতেনাতে আটক করা হয় পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও দেখুন

নাটোরে পাশের হার ৭৮.৪২, জিপিএ-৫ পেয়েছে ১৪৬৩

নিজস্ব প্রতিবেদক……. নাটোরে চলতি বছর ৮ হাজার ৯৯২ জন এইএচসসি ও সমমানের পরীক্ষায় পাশ করেছে।১১ …