বুধবার , জানুয়ারি ১৫ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

বড়াইগ্রামে পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
নাটোরের বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে আল আমিন (১০) নামে এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার নগর ইউনিয়নের কুরশাইট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আল আমিন কুরশাইট গ্রামের আহসান আলী সরদারের ছেলে।

নগর ইউপি চেয়ারম্যান নীলুফার ইয়াসমিন জানান, বুধবার বিকালে আল আমিন বাড়ির পাশে খেলা করছিল। কিছু সময় পরে তাকে দেখতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে রাত সাড়ে আটটার দিকে বাড়ি সংলগ্ন পুুকুরের পানিতে আল আমিনের অচেতন দেহ ভাসমান অবস্থায় দেখতে পান তারা। পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন। 

আরও দেখুন

নাটোরে বাড়িতে অগ্নি সংযোগ ও লুটপাট মামলায় খালাস দুলু

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের নলডাঙ্গা রামশা কাজীপুরে ২০০৪ সালের ৭ ফেব্রুয়ারী ১৮টি বাড়িতে অগ্নি সংযোগ ও লুটপাট …