রবিবার , অক্টোবর ১৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানাল ছাত্রলীগ

বড়াইগ্রামে নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানাল ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম নাটোরের বড়াইগ্রামে নবাগত ছাত্র-ছাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানাল ছাত্রলীগ। বড়াইগ্রাম সরকারী অনার্স কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে নবাগত ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ ও শুভেচ্ছা জানিয়ে মিছিল করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা।

কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে সকাল ১১টায় আয়োজিত মিছিল পরবর্তী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাবুল ইসলাম সরদার। বিশেষ অতিথি হিসাবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুজাব মির্জা, পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান তুহিন, সাধারণ সম্পাদক শামীম আহমেদ, ছাত্রলীগ নেতা সোহেল রানা জাফর, নিলয় সরকার নাসিম, জাভেদ মাসুদ সরকার সোহাগ, আতিকুর রহমান জীম ও আসাদুল ইসলাম।

মিছিলটি কলেজ চত্ত্বর থেকে শুরু হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ চত্বরে এসে শেষ হয়।

আরও দেখুন

বড়াইগ্রামে মামতো ভাইয়ের হাতে ফুফাতো ভাই নিহত

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম ………. নাটোরের বড়াইগ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্য সংঘর্ষে তোরাব …