রবিবার , সেপ্টেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে ট্রাক দুর্ঘটনায় একজন নিহত

বড়াইগ্রামে ট্রাক দুর্ঘটনায় একজন নিহত

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
নাটোরের বড়াইগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জয় (৩০) নামে চালকের সহকারীর নিহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পৌনে চার ঘটিকার দিকে নাটোর-পাবনা মহাসড়কের খেজুরতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয় কুষ্টিয়া নওদাপাড়া এলাকার বরুন কুমারের ছেলে।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হোসেন জানান, চাপাইনবাবঞ্জ থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী পাথর বোঝাই একটি ট্রাক (কুষ্টিয়া ট ১১-২৫০০) বড়াইগ্রামের খেজুরতলা নামক স্থানে রাস্তার পশ্চিম পার্শে থেমে ছিল। এ সময় টাঙ্গাইল থেকে ছেড়ে আসা নাটোরগামী আনারস বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৪-৫০১৩) থেমে থাকা ট্রাকের সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই থেমে থাকা টাক চালকের সহকারী নিহত হয়।

আরও দেখুন

বড়াইগ্রামে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রামের কচুগাড়ি এলাকায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার …