শুক্রবার , সেপ্টেম্বর ২০ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বড়াইগ্রামে গুলি করে কলেজছাত্রকে হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

বড়াইগ্রামে গুলি করে কলেজছাত্রকে হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামে নাটোর প্রতিনিধিনাটোরের বড়াইগ্রামে কলেজ ছাত্র আল আমিনকে গুলি করে হত্যার ঘটনার জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার কয়েন বাজার এলাকায় এই মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

মানববন্ধনে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসি অংশগ্রহন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক রেজাউল করিম ভুট্টু, ফরিদুজ্জামান, মোস্তাফিজুর রহমান, আতিকুর রহমান মৃধাসহ অন্যান্যারা। এসময় বক্তারা বলেন, গত ৫ জুলাই বিকেলে তিনজন অস্ত্রধারী মুকিমপুর এলাকায় দিন দুপুরে কলেজ ছাত্র আল আমিনকে গুলি করে হত্যা করে তার মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ।

এ ঘটনায় এলাকায় চরম আতংক বিরাজ করছে। অবিলম্বে হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান তারা।



আরও দেখুন

নাটোর ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় নাটোর ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও স্বেচ্ছাসেবী …