বুধবার , জানুয়ারি ১৫ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / বড়াইগ্রামে গুলি করে কলেজছাত্রকে হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

বড়াইগ্রামে গুলি করে কলেজছাত্রকে হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামে নাটোর প্রতিনিধিনাটোরের বড়াইগ্রামে কলেজ ছাত্র আল আমিনকে গুলি করে হত্যার ঘটনার জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার কয়েন বাজার এলাকায় এই মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

মানববন্ধনে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসি অংশগ্রহন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক রেজাউল করিম ভুট্টু, ফরিদুজ্জামান, মোস্তাফিজুর রহমান, আতিকুর রহমান মৃধাসহ অন্যান্যারা। এসময় বক্তারা বলেন, গত ৫ জুলাই বিকেলে তিনজন অস্ত্রধারী মুকিমপুর এলাকায় দিন দুপুরে কলেজ ছাত্র আল আমিনকে গুলি করে হত্যা করে তার মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ।

এ ঘটনায় এলাকায় চরম আতংক বিরাজ করছে। অবিলম্বে হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান তারা।



আরও দেখুন

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে ফুটবল টুর্নামেন্টে বড়াইগ্রাম পৌরসভা চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম ,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বনপাড়া পৌর …