বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামের জোনাইল ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

বড়াইগ্রামের জোনাইল ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
নাটোরে বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন বৃহ:বার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আব্দুস সোবাহান হারেজ সভাপতি ও নজরুল ইসলাম সাধারণ সম্পাদক পদে পুননির্বাচিত হয়েছেন।

জোনাইল ইউনিয়ন পরিষদ চত্ত্বরে সম্মেলনের আহ্বায়ক আবদুস সোবাহান হারেজের সভাপতিত্বে জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

সম্মেলনে নাটোর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাড. শাহজান কবির, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান, যুগ্ন সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু, বনপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি কে এম জাকির হোসেন, জেলা আওয়ামীলীগের শিক্ষা সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা আওয়ামী লীগের সদস্য মাজেদুল বারী নয়ন, ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক, জেলা পরিষদের সদস্যা মৌটুসি আক্তার মুক্তা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাবুল ইসলাম সরদার বক্তব্য রাখেন। পরে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুল কুদ্দুস এমপি সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।

আরও দেখুন

মহাসড়কে শৃংখলা ফেরাতে যানবাহনের মালিক চালকদের থ্রি-হুইলার বন্ধে সচেতন করার লক্ষ্যে মাইকিং 

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম ,,,,,,,,,,,,,,,,,মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে মাননীয় পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ,বগুড়া রিজিয়ন, বগুড়া, মহোদয়ের মৌখিক …