রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামের জোনাইলে ছাত্রলীগের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল

বড়াইগ্রামের জোনাইলে ছাত্রলীগের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়ন ছাত্রলীগের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার সন্ধ্যায় জোনাইল বাজারে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক, জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাবুল ইসলাম সরদার, নবগঠিত জোনাইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম,

বড়াইগ্রাম সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিলয় সরকার নাসিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এর আগে ছাত্রলীগের নেতাকর্মীরা নবগঠিত কমিটির সভাপতি মহিউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক সাজেদুর রহমানকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …