বৃহস্পতিবার , ফেব্রুয়ারি ১৩ ২০২৫
নীড় পাতা / খেলা / বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হালসা ইউনিয়ন

বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হালসা ইউনিয়ন

নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-১৯ (অনুর্ধ্ব-১৭) বালক এ হালসা ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। হালসা ইউ,পি দল ৩-১ গোলে দিঘাপতিয়া ইউনিয়ন দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর সহযোগিতায় এবং নাটোর সদর উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় রবিবার বিকেলে শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলায় হালসা ইউ,পি দল ৩-১ গোলে দিঘাপতিয়া ইউনিয়ন দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দল ও রানাস্‌আপ দলকে ট্রফি ও পুরস্কার তুলে দেন নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ পিএএ ।

এসময় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আকতার বানু , নাটোর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. সিরাজুল ইসলাম পি,পি ও যুগ্ম – সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তুজা আলী বাবলু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, সহ প্রমুখ।

আরও দেখুন

লালপুর চংধুপইল ইউনিয়নের আয়োজনে জাতীয়তাবাদী কৃষকদলের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে …