শুক্রবার , সেপ্টেম্বর ২০ ২০২৪
নীড় পাতা / খেলা / নাটোরে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা (অনূর্ধ্ব -১৭) ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিসভা অনুষ্ঠিত

নাটোরে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা (অনূর্ধ্ব -১৭) ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
নাটোরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭)-২০১৯ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট, বালিকা (অনুর্ধ্ব-১৭)-২০১৯ উপলক্ষে জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ শাহরিয়াজ পিএএ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার লিটন কুমার সাহা পিপিএম(বার), পুলিশ সুপার, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, সকল উপজেলা নির্বাহী অফিসারসহ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুলসহ সদস্যবৃন্দ। সভায় খেলা সুষ্ঠুভাবে সম্পাদন করতে বিভিন্ন কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির নেতা আশরাফুল হক নিজ দলের চাঁদাবাজির টাকা ফেরত দিলেন দুইটি পরিবারকে

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুর এলাকায় ৫ তারিখের পর থেকে বেশ কয়েকটি অসহায় পরিবারের কাছ থেকে …