বুধবার , জানুয়ারি ১৫ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / ফেন্সিডিল বিক্রি করতে চাঁপাই থেকে নাটোরে । অতঃপর আটক

ফেন্সিডিল বিক্রি করতে চাঁপাই থেকে নাটোরে । অতঃপর আটক

নিজস্ব প্রতিবেদক: নাটোরে ফেন্সিডিলসহ বাবু নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।  বুধবার রাত সাড়ে এগারোটার দিকে ৩২৯ বোতল ফেনসিডিলসহ বনবেলঘড়িয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।  আটক বাবু চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাররশিদনগর গ্রামের নাইমুল ইসলামের ছেলে।

র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি রাজিবুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অপারেশন দল, বুধবার রাত সাড়ে এগারোটার দিকে বনবেলঘড়িয়া বাইপাস মোড়ে অভিযান পরিচালনা করে। এসময় সংরক্ষণ ও বিক্রকালে সেখান থেকে বাবুকে ৩২৯ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রিরতিন হাজার একশত টাকাসহ হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ওই ফেনসিডিল সংরক্ষণ ও বিক্রয়ের কথা জনসমক্ষে স্বীকার করে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।  

আরও দেখুন

লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের আয়োজনে জাতীয়তাবাদী কৃষকদলের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,বাংলাদেশ সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপি ইউনিয়ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *