বুধবার , জানুয়ারি ১৫ ২০২৫
নীড় পাতা / জাতীয় / ফেনসিডিল ভর্তি পিকআপসহ আটক ২

ফেনসিডিল ভর্তি পিকআপসহ আটক ২

গাইবান্ধায় ফেনসিডিল ভর্তি পিকআপসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে গোবিন্দগঞ্জ হাইওয়ে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- দিনাজপুরের পার্বতীপুরের দলদলিয়া গ্রামের ওসমান গনি সরকারের ছেলে মোশাররফ হোসেন ও একই জেলার নবানগঞ্জের জাটিহার গ্রামের তোফাজ্জল হোসেন মন্ডলের ছেলে মনোয়ার হোসেন।

হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। অভিযানে দিনাজপুর থেকে ঢাকাগামী একটি মিনি পিকআপ তল্লাশি করে ১৭৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় পাচারে ব্যবহৃত পিকআপ ভ্যানসহ দুইজনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

আরও দেখুন

পিরোজপুরে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে দিনব্যাপীপ্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:  ১৩ জুলাই ২০২৪, শনিবার, ঢাকা: মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে পিরোজপুরের …