শনিবার , জানুয়ারি ১৮ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / ফুুলবাড়ীতে স্বর্ণের দোকানে চুরি

ফুুলবাড়ীতে স্বর্ণের দোকানে চুরি

নিজস্ব প্রতিবেদক, ফুলবাড়ীঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে পৌর শহরের কাঁলিবাড়ী বাজার এলাকার নকসা জুয়েলার্স নামে একটি স্বর্ণালংকারের দোকানে দুর্ধষ চুরি হয়েছে।

মঙ্গলবার রাতে একটি কম্পিউটারসহ প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে বলে জানান দোকান মালিক আজিজুল হক। যার আনুমানিক মুল্য প্রায় ২১ লক্ষ টাকা।

ফুলবাড়ী থানা পুলিশ সূত্রে জানা গেছে, চোরেরা মঙ্গলবার রাতের কোনো এক সময় কাঁলিবাড়ী রোডের আয়শা মঞ্জিল মার্কেটের পিছনের দরজার তালা ও সোনার দোকানের শার্টারের তালা ভেঙে ভেতরে ঢুুকে ৪০ ভরি ওজনের ২৭টি স্বর্ণের হার ও একটি কম্পিউটার নিয়ে পালিয়ে যায়। বুধবার সকালে দোকান মালিক দেখতে পায় সার্টারের তালা ভাঙ্গা। পরে ফুলবাড়ী থানা পুলিশকে খবর থানার অফিসার্স ইনচার্জ ফকরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তিনি বলেন চুরির সঙ্গে জড়িতদের দ্রæত গ্রেফতার করে ব্যবস্থা নেবেন।

আরও দেখুন

দিনাজপুরের বিএনপির উদ্যোগে শীতবস্ত্রবিতরণ করেন অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,,,,দিনাজপুরের নবাবগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকরহমানের নির্দেশে বিএনপির উদ্যোগে মাদ্রাসা, মসজিদ, মন্দির,গীর্জা …