সোমবার , জানুয়ারি ১৩ ২০২৫
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / ফাল্গুনী সাদা পলাশ

ফাল্গুনী সাদা পলাশ

বসন্ত ঘুরে শুভ আসে
রঙমহলের রঙে ভাসে
ধূলিমাখা হাঁটার পথে
ঝরছে পাতারা শপথে

ভর দুপ্পুর রোদে ফাটে
ক্লান্ত বক্ষে তৃষ্ণায় মেটে
কিচিরমিচির কোলাহল
পাথরে ভেজায় তৃপ্তিজল

মৃত ধূসর শহর মানায়
শেষার্ধে স্বাগত জানায়
শতমূর্ছনা ভুলে উচ্ছ্বাস
সাদাপলাশে রঙ বিলাস

শূন্যের ডালে ফুলে ভরে
সাজে চিত্ত বরনের তরে
প্রহর গুনে আগমন যার
ধরণীতে বসন্তরঙ সবার

টপি সরদার
সিংড়া, নাটোর

আরও দেখুন

আমরা ক্ষমতায় থাকতে নাটোর বাসীর সকল দাবি পূরণ করেছি -দুলু

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী এডভোকেট এম রুহুল কুদ্দুস …