নিজস্ব প্রতিবেদক,লালপুর :
নিখোঁজের ৪ ঘন্টা ৩০ মিনিট পরে নাটোরের লালপুর পদ্মা নদী থেকে নিরব ( ১০) নামের এক শিশু মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবরী দল । মঙ্গলবার অনুমানিক সন্ধ্যা ৫ টা ৩০ মিনিটের দিকে উপজেলার লক্ষীপুর ঘাট এলাকায় পদ্মা নদী থেকে লালপুর ও রাজশাহী ফায়ার সার্ভিসের যৌথ ডুবুরিদল নিরবকে উদ্ধার করে । নিরব বরিশাল কালীতলা (পাথরঘাট) এলাকার সুমন আলীর পুত্র । জানা যায়, মঙ্গলবার দুপুর ১ টার দিকে উপজেলার লক্ষীপুর ঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে যায় নিরব, গোসলের একসময় সবার অজান্তে সে নিখোঁজ হয়। নিরব লক্ষীপুর গ্রামের ঈসমাইল হোসেনের নাতী ।
![](https://naradbarta.com/wp-content/uploads/2019/11/Lalpur.Natore.3pic.26.11.2019-589x330.jpg)