নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর
নাটোরের গুরুদাসপুরে জন্ম নেয়া সেই যমজশিশু দুটি গতকাল রাতে ঢাকা নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। গুরুদাসপুর পৌর সদরের নারায়নপুর মহল্লার দিনমজুর মোহাম্মদ আলীর স্ত্রী রুপালি খাতুন (২২) ২১ সেপ্টেম্বর (শনিবার)স্থানীয় হাজেরা ক্লিনিকে ওই যমজশিশুর জন্ম দেন। তাদের নাম রাখা হয়েছে ছিল আবুজর গিফারী ও আবু দারদা।
যমজশিশুদের দেখতে প্রতিদিনই উৎসুক জনতার ভিড় লেগেই থাকতো ক্লিনিকে। ক্লিনিকের সার্জন ডা. আমিনুল ইসলাম সোহেলের পরামর্শে বাচ্চা দুটিকে ঢাকায় অপারেশনের জন্য নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। বৃহস্পতিবার সকাল ১০ টার সময় পারিবারিক করস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।
শত চেষ্টা করেও শিশু দুইটিকে বাঁচানো সম্ভব হয়নি। কারণ তার মাথার পাশে বড় টিউমার ছিল। তাছাড়া তার মলদ্বারও মুত্রনালী ছিলো না। পুরুষ নাকি মহিলা তারও কোনো অস্তিত্ব দেখা যায়নি।
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / প্রধানমন্ত্রী জানার আগেই মৃত্যুবরণ করল গুরুদাসপুরের সেই জমজ শিশু
আরও দেখুন
সিংড়ায় শহীদ ছাত্র-জনতার স্মরণে আলোচনা সভা ও বৃক্ষ রোপন
নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র-জনতার স্মরণে দোয়া, আলোচনা সভা ও বৃক্ষ রোপন কর্মসূচি …