মঙ্গলবার , নভেম্বর ১২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে দুর্গাপূজার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন এমপি শিমুল

প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে দুর্গাপূজার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন এমপি শিমুল

নিজস্ব প্রতিবেদক
প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে দুর্গাপূজার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। শুক্রবার সন্ধ্যায় কান্দিভিটুয়ায় অবস্থিত অন্নপূর্ণা সংঘ মন্ডপে দুর্গাপূজার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় অন্নপূর্ণা সংঘের সভাপতি অ্যাডভোকেট প্রসাদ তালুকদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জজ কোর্টের পিপি এডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মালেক শেখ, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, উপ-দপ্তর সম্পাদক আকরামুল ইসলাম ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সেখানে আয়োজিত আলোচনা সভায় সংসদ সদস্য শিমুল বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার। অসাম্প্রদায়িক বাংলাদেশ সকলের ধর্মাচরণ করার সমান অধিকার রয়েছে। দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয় এটি আজ সার্বজনীন উৎসব।’

আরও দেখুন

দীর্ঘ ২০ মাস পরে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চালআমদানি শুরু

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,সরকার ভারত থেকে চাল আমদানিতে পুরোপুরি শুল্ককর প্রত্যাহার করে নেওয়ায়অবশেষে দীর্ঘ ২০ মাস …