নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
বাংলাদেশের ৫৪টি পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে গঠিত ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অব নাটোর’ (পুসান) এর পুর্নমিলনী-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। পুসানের প্রতিষ্ঠাতা সভাপতি ও নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি তানভীর আনোয়ারের সভাপতিত্বে গত ৮ নভেম্বর শুক্রবার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত ওই পুনর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট-হাইকোর্ট বিভাগের বিচারপতি রুহুল কুদ্দুস বাবু।
বিশেষ অতিথিদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জোবায়েদা খাতুন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত সচিব পরিমল কুমার দেব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইদুর রহমান, শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব সালেহ মহিউদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন। ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য দেয়ার সময় নাটোরের দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের পাশে থেকে সহযোগিতা করার আশ্বাস দেন প্রধান অতিথি।
বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইদুর রহমান বলেন, পড়ালেখার জন্য টাকা কখনও সমস্যা হতে পারে না। দেশ এখন অনেক এগিয়ে। কারো কোনো আর্থিক সমস্যা হলে আমাদের জানালে অবশ্যই আমরা সেই সকল ছাত্র-ছাত্রীদের পাশে থাকার চেষ্টা করব।
শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব সালেহ মহিউদ্দিন বক্তব্যে বলেন, নাটেরের যে সকল ছেলেমেয়েরা টাকার অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছেনা তারা যোগাযোগ করলে সহযোযোগিতা করবেন বলে আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, জাতীয় রাজস্ব বোর্ডের উপ-সচিব গোলাম কিবরিয়া, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর ফেরদৌস আহমেদ, নারায়নগঞ্জ জেলা পরিষদের প্রধান কর্মকর্তা ও উপ-সচিব সুব্রত পাল, শেরে বাংলা কৃষি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক তুহিন শুভ্র রয় ও সহকারি অধ্যাপক রেজোওয়ানা নিজাম, বাংলাদেশ সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট এসএম শহীদুল ইসলাম সোহেল, ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার স্নিগ্ধা আকতার ছন্দা, কৃষি কর্মকর্তা রেদোয়ান সুমন আকন্দ, লেখক ও সাংবাদিক খোকন, এইচআর প্রফেশনালের এমএ মান্নান, রেডিয়েন্ট ফার্মাসিটিকেলসের উপদেষ্টা আব্দুল কাদের, নাটোর জেলা সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক শেখ আব্দুস সোবহান প্রমূখ।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও অধ্যাপক তুহিন শুভ্র রয়, সহকারী অধ্যাপক রেজোওয়ানা নিজাম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইদুর রহমান, নাটোর জেলা সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক শেখ আব্দুস সোবহান, অতিরিক্ত পুলিশ কমিশনার শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এসএম শহীদুল ইসলাম সোহেল, প্রাণ আরএফএল গ্রæপ ও নিউজিল্যান্ড ডেইরী বাংলাদেশ। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন পুসানের সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র গোলাম রাব্বানি রঞ্জু।
অনুষ্ঠানে শেখ আব্দুস সোবহান, অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, অ্যাডভোকেট সোহেল, প্রকৌশলী জুনায়েদ আহমেদ, সহকারী অধ্যাপক রেজোওয়ানা নিজাম, অডিটর আইনুর রহমান, পুসানের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি রঞ্জু, সাংগঠনিক সম্পাদক নাহিদ নয়ন এবং শিহাব উদ্দিনের অক্লান্ত পরিশ্রমে ওই পুনর্মিলনীর আয়োজনটি সফল করা সম্ভব হয় বলে জানা গেছে।
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অব নাটোর’ এর পুনর্মিলনী
আরও দেখুন
রাসিক প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন খোন্দকার আজিম আহমেদ
নিজস্ব প্রতিবেদক রাজশাহী,,,,,,,,,,,,,,,,,রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম …