মঙ্গলবার , জানুয়ারি ১৪ ২০২৫
নীড় পাতা / জাতীয় / পাটকল শ্রমিকদের বেতন দিতে ১০০ কোটি টাকা বরাদ্দ

পাটকল শ্রমিকদের বেতন দিতে ১০০ কোটি টাকা বরাদ্দ

বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) নিয়ন্ত্রণাধীন পাটকলসমূহের শ্রমিক-কর্মচারীদের বকেয়া মজুরি ও বেতন-ভাতা পরিশোধের জন্য একশ কোটি টাকা বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

বিজেএমসির নিয়ন্ত্রণাধীন মিলগুলোর শ্রমিক-কর্মচারীদের চলতি বছরের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত বকেয়া মজুরি ও বেতন-ভাতা পরিশোধের জন্য ২০১৯-২০ অর্থবছরের বাজেটে অর্থ বিভাগের ‘অপ্রত্যাশিত ব্যয়’ খাত থেকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) অনুকূলে ‘পরিচালনা ঋণ’ খাতে এই ১০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

তবে অর্থ বিভাগ থেকে বরাদ্দ এ টাকা ব্যবহারের ক্ষেত্রে বিজেএমসিকে বেশকিছু শর্ত পরিপালন করতে হবে। শর্তগুলো হলো ছাড়কৃত ১০০ কোটি টাকা চলতি অর্থবছরে (২০১৯-২০) বিজেএমসির মিলগুলোর জন্য বর্ণিত খাত ছাড়া অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না।

এছাড়া ছাড়কৃত অর্থ সুনির্দিষ্ট ব্যাংকের অ্যাকাউন্ট পেয়ি চেকের মাধ্যমে পরিশোধ করতে হবে। এ অর্থ ব্যয়ের সাতদিনের মধ্যে মিলভিত্তিক কর্মচারী ও শ্রমিকদের তালিকাসহ বিস্তারিত ব্যয় বিবরণী অর্থ বিভাগে প্রেরণ করতে হবে। এছাড়া অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করতে হবে। বিধিবহির্ভূতভাবে কোনো অর্থ পরিশোধ করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী থাকবে।

আরও দেখুন

তারুণ্যের উৎসবে লোকনাট্য সমারোহে জনপ্রিয় লোকনাট্য আলকাপ গান মঞ্চস্থ॥ শিল্পীদের দূর্দশা কাটেনি

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,‘আলকাপ’ মূলতঃ অবিভক্ত বঙ্গদেশের লোকসংগীত। অবিভক্ত মুর্শিদাবাদ অঞ্চলের মুসলমান সম্প্রদায়ের নিজস্ব এ লোকসংগীতের চর্চা …