শুক্রবার , জুলাই ২৬ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নারায়ণগঞ্জে সাত প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জে সাত প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইসলামিয়া মিষ্টান্ন ভাণ্ডারসহ সাতটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৯ জুলাই) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে উপজেলার মুড়াপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

ইউএনও মমতাজ বেগম জানান, উপজেলার মুড়াপাড়া বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি হচ্ছে বলে তাদের কাছে খরব ছিল।  সোমবার সকালে উপজেলার মুড়াপাড়া বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ইসলামিয়া মিষ্টান্ন ভাণ্ডারকে ১ লাখ ও পূজা মিষ্টান্ন ভাণ্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় দোকানের সামনে পণ্যের মূল্য ঝুলিয়ে না রাখায় বাসুর উদ্দিন স্টোর, আল-আমিন স্টোর, রফিক বোরহানি স্টোর, সালেক স্টোর, স্বপন স্টোরকে পৃথকভাবে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

আরও দেখুন

পিরোজপুরে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে দিনব্যাপীপ্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:  ১৩ জুলাই ২০২৪, শনিবার, ঢাকা: মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে পিরোজপুরের …