বৃহস্পতিবার , ডিসেম্বর ৭ ২০২৩
নীড় পাতা / জেলা জুড়ে / নারদ বার্তার বাগাতিপাড়া প্রতিবেদক মিজানুর রহমান সস্ত্রীক সড়ক দুর্ঘটনায় আহত

নারদ বার্তার বাগাতিপাড়া প্রতিবেদক মিজানুর রহমান সস্ত্রীক সড়ক দুর্ঘটনায় আহত

নিজস্ব প্রতিবেদক
সড়ক দুর্ঘটনায় নারদ বার্তার নিজস্ব প্রতিবেদক(বাগাতিপাড়া) মিজানুর রহমান মিজান ও তার স্ত্রী শাকিলা খাতুন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। মঙ্গলবার বেলা এগারোটার দিকে চুয়াডাঙ্গার দর্শনা এলাকায় ভারতে যাবার পথে এক দুর্ঘটনায় তারা আহত হন। আহত অবস্থায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

মিজানের সহকর্মীরা জানান, সাংবাদিক মিজান তার স্ত্রী শাকিলার চিকিৎসা করাতে ভারত গমনের জন্য চুয়াডাঙ্গার দর্শনা স্টেশনে নামে। পরে ভারতের গেদে বর্ডারে যাওয়ার পথে অটো রিকশার চাকা ফেটে গেলে এ দূর্ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা তাদেরকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে। মিজানের স্ত্রী শাকিলার ডান পা ভেঙ্গে গেছে।  মিজানের ডান হাতে কিছুটা আঘাত পেয়েছে। তবে ডাক্তার বলেছেন তারা দুজনেই আশংকামুক্ত।

আরও দেখুন

আগামী ১২ ডিসেম্বর রাসিকের ব্যবস্থাপনায় রাজশাহী নগরীতে ৬৫ হাজার ২০৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

নিউজ ডেস্ক: আগামী ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩ উপলক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় …