বুধবার , জানুয়ারি ১৫ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর উপজেলা প্রশাসনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান

নাটোর সদর উপজেলা প্রশাসনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিবেদক
নাটোর সদর উপজেলা প্রশাসন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাতবার্ষিকী স্মরণে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৮ এর কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করেছে। বুধবার দুপুরে নাটোর সদর উপজেলা মিলনায়তনে এই সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার বানুর সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। তিনি কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন এবং শিক্ষার্থীদেরকে আরও মন দিয়ে লেখাপড়া করে নিজেকে প্রতিষ্ঠিত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে সচেস্ট হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র উমা চৌধুরী জলি, নাটোর সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, ভাইস চেয়ারম্যান সাকিব আল বাকি, নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও দেখুন

গুরুদাসপুরে এক যুবক ও এক গৃহবধূর রহস্যজনকমৃত্যু

নিজস্ব প্রতিবেদক গুরুদাসপুর,,,,,,,,,,,,,,,নাটোরের গুরুদাসপুরে এক যুবক ও গৃহবধূর রহস্যজনক মৃত্যুহয়েছে। নিহত যুবক উপজেলার খুবজীপুর গ্রামের …