সোমবার , অক্টোবর ১৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে সনাকের মতবিনিময় সভা

নাটোরে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে সনাকের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নাটোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সাথে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সহযোগিতায় রবিবার বিকাল ৩টায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সম্মেলন কক্ষে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে সনাক, নাটোরের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সচেতন নাগরিক কমিটি (সনাক), নাটোরের শিক্ষা বিষয়ক উপ-কমিটির আহŸায়ক বেগম হামিদা বানু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ. কে. এম. আনোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন, প্রত্যেক শিক্ষককে দায়িত্বশীল হতে হবে। শিক্ষকগণের দায়িত্বশীল ভূমিকার ফলে শিক্ষার গুণগত মান অনেক বৃদ্ধি পাবে। আন্তরিকতার সাথে শ্রেণিপাঠ সম্পাদন করতে হবে। এসময় তিনি বলেন, প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে শিক্ষার্থীরা যেসকল বিষয়ে নম্বর কম পেয়েছে সেসকল বিষয়ে গুরুত্বের সাথে পাঠদান করতে হবে।

সনাক সভাপতি রনেন রায় বলেন, প্রাথমিক শিক্ষাই হলো শিক্ষা জীবনের ভিত্তি। তিনি প্রাথমিক পর্যায়ে নীতি নৈতিকতা শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহŸান জানান। এসময় তিনি শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ বাড়ানোর পরামর্শ দেন। তিনি আরো বলেন, আমাদের সকলকে প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য সহযোগিতা করতে হবে। স্কুলের শিক্ষকগণকে যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে হবে। শ্রেণিকক্ষকে আরো আনন্দঘন করতে হবে।স্কুল মনিটরিং কার্যক্রমকে জোরদার করতে হবে। সমাপনি বক্তব্যে বেগম হামিদা বানু বলেন, নারী শিক্ষার্থীরা যেন কোনভাবেই হয়রানির শিকার না হয় সেদিকে বিশেষ নজর রাখতে হবে।

সভায় সনাক সদস্য রফিকুল ইসলাম নান্টু’র সঞ্চালনায় সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিশ^জিৎ কুমার সাহা, উপজেলা শিক্ষা অফিসার মো: আলী আশরাফ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো: আকরামুজ্জামান ও মো: চয়নুল ইসলাম, সনাক সদস্য পরিতোষ কুমার অধিকারী, স্বজন সদস্য অ্যাডভোকেট খগেন্দ্র নাথ রায়, বাকশোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা মেরিনা, ফুলবাগান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবল চন্দ্র চাকী, গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

সভায় অন্যান্যদের মধ্যে সহকারী উপজেলা শিক্ষা অফিসার দেবাশীষ কুন্ডু, মো: শওকত আলম রতন, মো: মহাবুবুল হক ও শবনম আকতার, ইয়েস সহ-দলনেতা লিজা আক্তার এবং টিআইবি নাটোরের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

নাটোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভায় মহড়া অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক……“আগামী প্রজন্মকে সক্ষম করি দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নাটোরে আন্তর্জাতিক …