নিজস্ব প্রতিবেদকঃ
বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সবাই ঐক্যবদ্ধ থাকার দৃঢ় প্রত্যয় নিয়ে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পূষ্প্যমাল্য অর্পনসহ নানা আয়োজনে নাটোরে জেল হত্যা দিবস পালন করেছে জেলা আওয়ামী লীগ। আজ রবিবার সকালে শহরের কান্দিভিটুয়া এলাকায় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পূষ্প্যমাল্য অর্পন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। পূষ্প্যমাল্য অর্পন শেষে এক মিনিট নিরবতা পালন এবং দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় দলের সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু , সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আরও দেখুন
রাসিক প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন খোন্দকার আজিম আহমেদ
নিজস্ব প্রতিবেদক রাজশাহী,,,,,,,,,,,,,,,,,রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম …