নিজস্ব প্রতিবেদক
নাটোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় শাহাদৎ বরণকারীদের স্মরণে বিশাল স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার নাটোর শহরের কান্দিভিটাস্থ দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগ আয়োজিত এই বিশাল স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপি।
জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এড. সিরাজুল ইসলামের সভাপতিত্বে স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান এড. সাজেদুর রহমান খান, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি পৌর মেয়র উমা চৌধুরী জলি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরে শহীদদের স্মরণে দোয়া করা হয়।
আরও দেখুন
নাটোরে পাশের হার ৭৮.৪২, জিপিএ-৫ পেয়েছে ১৪৬৩
নিজস্ব প্রতিবেদক……. নাটোরে চলতি বছর ৮ হাজার ৯৯২ জন এইএচসসি ও সমমানের পরীক্ষায় পাশ করেছে।১১ …