নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর জেলা আওয়ামী লীগের বিশাল স্মরণ সভা অনুষ্ঠিত

নাটোর জেলা আওয়ামী লীগের বিশাল স্মরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
নাটোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় শাহাদৎ বরণকারীদের স্মরণে বিশাল স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার নাটোর শহরের কান্দিভিটাস্থ দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগ আয়োজিত এই বিশাল স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপি।

জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এড. সিরাজুল ইসলামের সভাপতিত্বে স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান এড. সাজেদুর রহমান খান, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি পৌর মেয়র উমা চৌধুরী জলি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পরে শহীদদের স্মরণে দোয়া করা হয়।

আরও দেখুন

নগরীর পূর্ব ও পশ্চিমাঞ্চলের জনপ্রতিনিধি ও  আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে রাসিক মেয়রের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: প্রেস বিজ্ঞপ্তি, ২৪ জুন ২০২৪ দেশের চলমান উদ্ভুত পরিস্থিতিতে  রাজশাহী মহানগরীর পূর্ব ও পশ্চিমাঞ্চল …