নিজস্ব প্রতিবেদক
নাটোরে এসডিজি, নাটোর পরিকল্পনা এবং দেশের উন্নয়নে তরুণদের ভূমিকা শীর্ষক যুব উৎসবের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার বেলা ১১ টার দিকে নাটোর রাণী ভবানীর রাজবাড়ি চত্বরের আনন্দ ভবনে জেলা প্রশাসন ও হ্যাপি নাটোরের যৌথ উদ্যোগে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়। এই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বানু, সহকারী কমিশনার আইসিটি সাইফ-উল আরেফিন, হ্যাপি নাটোরের পরিচালক মোস্তাফিজুর রহমান সৈকতসহ অন্যান্যরা।
জেলার ১৫ থেকে ৩০ বছর বয়সী ৯০ জন তরুণ এই অনুষ্ঠানে অংশ নেয়। দিনব্যাপী এই আয়োজনে জেলার সরকারী উচ্চপদস্থ কর্মকর্তারা এসব তরুণদের এসডিজি, নাটোর কর্মপরিকল্পনা এবং দেশের উন্নয়নে তরুণদের ভূমিকা শীর্ষক বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করবেন। উসবের শেষ পর্যায়ে বিকেল ৫ টায় অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হবে।
আরও দেখুন
সিংড়ায় ঝড়ে ভেঙ্গে পড়লো শতবর্ষী বৃক্ষ মানিক
নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় সুকাশ ইউনিয়নের শতবর্ষী গাছ বৃক্ষ মানিক আকর্ষিকঝড়ে ভেঙ্গে পড়েছে। শতবর্ষী এই …