শুক্রবার , জানুয়ারি ৩ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে ৩৭৮ তম স্কাউট লিডার বেসিক কোর্সের উদ্বোধন

নাটোরে ৩৭৮ তম স্কাউট লিডার বেসিক কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চল পরিচালিত ৩৭৮ তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের শুভ উদ্বোধন করা হয়। বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের উপ কমিশনার ও কোর্স লিডার আব্দুস সালেহ এর সভাপতিত্বে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অনুষ্ঠিত ওই কোর্স এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ পিএএ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বি, নাটোর জেলা রোভারের কমিশনার ও দিঘাপতিয়া এমকে অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, ‍যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ মোঃ আকরামুজ্জামান এবং বাংলাদেশ স্কাউট নাটোর জেলা ও রাজশাহী অঞ্চলের কর্মকর্তাবৃন্দ।

নাটোর জেলা রোভারের কমিশনার ও দিঘাপতিয়া এমকে অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক নারদ বার্তাকে জানান, ‘এই স্কাউট ইউনিট লিটার বেসিক কোর্সটি মূলত রোভারদের জন্য আয়োজন করা হয়েছে। এতে অংশ নিতে দেশের ৯ টি জেলা থেকে মোট ৬৩ জন রোভার ও গার্ল ইন রোভার এসেছে। তারা ১২ থেকে ১৬ সেপ্টেমর পর্যন্ত ৫ দিন দিঘাপতিয়া এমকে অনার্স কলেজে ক্যাম্প করে থেকে কোর্সে অংশ নেবে। আগামী ১৫ সেপ্টেম্বর তাঁবু জলসা এবং ১৬ তারিখ সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বেসিক কোর্স সম্পন্ন হবে বলে নারদ বার্তাকে জানান আব্দুর রাজ্জাক।’

আরও দেখুন

লালপুরে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর  

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ৫টি অবৈধ ইটভাটাকে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় ভাটা …