রবিবার , অক্টোবর ১৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে স্কুল কলেজ পুরোদমে খুললেও শিক্ষার্থীদের উপস্থিতি কম

নাটোরে স্কুল কলেজ পুরোদমে খুললেও শিক্ষার্থীদের উপস্থিতি কম

নিজস্ব প্রতিবেদক:   শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী নাটোরে স্কুল কলেজ পুরোদমে খুললো আজ রবিবার। প্রথম দিনে শিক্ষার্থীদের উপস্থিতি রয়েছে অনেকটা কম। এর আগে আইএসপিআর-এর নির্দেশনা অনুযায়ী স্কুল খুললেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল না। শিক্ষার্থীরা জানায়, দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তাদের লেখাপড়ার যথেষ্ট ক্ষতি হচ্ছিল। এখন শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় তাদের বেশ ভাল লাগছে। তারা এখন পুরোদমে ক্লাস করে তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারবে। শিক্ষা প্রতিষ্ঠান প্রধান জানান, দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার পর আজ থেকে বিদ্যালয় পরিপূর্ণভাবে চালু হয়েছে। উপস্থিতির হার মোটামুটি ভাল। আগামীতে এই উপস্থিতি আরো বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনিও বিদ্যালয়ে এসে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করছেন

আরও দেখুন

লালপুরে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক লালপুর……..ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জ গামী বনলতা এক্সপ্রেসট্রেনের ধাক্কায় নাটোর লালপুরে রমজান(৩২)নামের এক …