রবিবার , সেপ্টেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে সাবেক এক অতিরিক্ত সচিবের বিরুদ্ধে জুলুম নির্যাতনের অভিযোগে মানববন্ধন

নাটোরে সাবেক এক অতিরিক্ত সচিবের বিরুদ্ধে জুলুম নির্যাতনের অভিযোগে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
সাবেক এক অতিরিক্ত সচিব নুরুন্নবী মৃধার জুলুম-নির্যাতন ও হয়রানির প্রতিবাদে নাটোরে মানববন্ধন করেছে ভাতুরিয়া গ্রামের সর্বস্তরের মানুষ।

আজ শনিবার সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ভাতুরিয়া বাজারে সরকারি হর্টিকালচার সেন্টারের সামনে ওই গ্রামের নারী-পুরুষ সহ সর্বস্তরের মানুষ মানববন্ধনে অংশ নেয়। এ সময় তারা অভিযোগ করেন, সাবেক অতিরিক্ত সচিব নূরন্নবী মৃধা কৌশলে ভূমি দখল, জোরপূর্বক স্বল্প মূল্যে জমি ক্রয়, প্রাচীর দিয়ে এলাকার মানুষের চলাচলের পথ বন্ধ করে দেয়া সহ নানা ভাবে হয়রানি করে চলেছেন। কেউ প্রতিবাদ করলে মামলা দিয়ে তাকে হয়রানি করছেন। তার এসব জুলুম নির্যাতনের প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন এলাকাবাসী। তবে তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বিকার করেছেন নুরুন্নবী মৃধা।

আরও দেখুন

যা খুশি তা করাকে স্বাধীনতা বলে না-

নিজস্ব প্রতিবেদক:  রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমগীর রহমান বলেছেন, “যা খুশি তা করাকে স্বাধীনতা বলে না। …