বুধবার , জানুয়ারি ১৫ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে শোকাবহ আগস্ট উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও বৃক্ষরোপনের উদ্বোধন

নাটোরে শোকাবহ আগস্ট উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও বৃক্ষরোপনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
নাটোরের বড়াইগ্রামে শোকাবহ আগস্ট উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও বৃক্ষরোপনের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা ছাত্রলীগ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।

আজ রোপন করা হবে প্রায় ৩ শত বৃক্ষের চারা এবং এ রিপোর্ট লেখা পর্যন্ত মোট ২৬ জন স্বেচ্ছায় রক্ত দান করেছেন বলে জানা গেছে।

নাটোর রেডক্রিসেন্ট ব্লাড সেন্টারের সহযোগিতায় আয়োজিত এই কর্মসুচিতে এ সময় উপস্থিত ছিলেন নাটোর প্রেসক্লাব সভাপতি ও রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী জালাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান মোমিন আলী, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাহাবুল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পরে শহীদদের স্মরণে বৃক্ষের চারা রোপন করা হয়।

আরও দেখুন

গুরুদাসপুরে এক যুবক ও এক গৃহবধূর রহস্যজনকমৃত্যু

নিজস্ব প্রতিবেদক গুরুদাসপুর,,,,,,,,,,,,,,,নাটোরের গুরুদাসপুরে এক যুবক ও গৃহবধূর রহস্যজনক মৃত্যুহয়েছে। নিহত যুবক উপজেলার খুবজীপুর গ্রামের …