শুক্রবার , ডিসেম্বর ৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নাটোরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নাটোরঃ
নাটোরে মাদ্রাসা শিক্ষার্থী ও হৃতদরিদ্র শীতার্তদের মাঝে ছয়শত কম্বল ও চাদর বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে শহরের কান্দিভিটা জামিয়া নূরিয়া মাদ্রাসা প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরণ করেন নাটোর জেলা পরিষদ এবং রেডক্রিসেন্ট সোসাইটি নাটোর ইউনিটের চেয়ারম্যান এডভোকেট সাজেদুর রহমান খান ।

এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, হৃতদরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানো সকল অবস্থা সম্পন্ন মানুষের দায়িত্ব। বর্তমান সরকারসহ রেডক্রিসেন্ট সোসাইটির মত সামাজিক সংগঠন সব সময় তাদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমান, নাটোর রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক সম্পাদক ডাঃ আবুল কালাম আজাদ, মাদ্রাসার সুপার মাওলানা রুহুল আমিন ও মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাদিউল ইসলাম, জেলা কৃষক লীগের সভাপতি কামাল উদ্দিন মাষ্টার এবং রেড ক্রিসেন্ট সোসাইটি নাটোর ইউনিটের সম্পাদক ও নাটোর প্রেসক্লাবের প্রেসিডেন্ট জালাল উদ্দিন। নাটোর রেড ক্রিসেন্ট সূত্রে জানা যায়, কান্দিভিটা জামিয়া নূরিয়া মাদ্রাসা ছাড়াও নাটোর সদরের একডালা আদিবাসী পল্লী এবং লালপুর উপজেলার আদিবাসী পল্লীতেও একযোগে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

এসব শীতবস্ত্র কাতার রেড ক্রিসেন্ট সোসাইটির সৌজন্যে প্রাপ্ত।

আরও দেখুন

নাটোরে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে যুবলীগ কর্মীকে পিটিয়েছ বিএনপি কর্মীরা

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়া উপজেলা যুবলীগ কর্মী রুহুল আমিন রুবেলের (৩৫) উপর হামলা চালিয়েছে বিএনপির কর্মীরা।বুধবার …