মঙ্গলবার , মার্চ ২১ ২০২৩
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের সঙ্গে শিক্ষা বিভাগের মতবিনিময় সভা

নাটোরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের সঙ্গে শিক্ষা বিভাগের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
নাটোরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগনের সংগে শিক্ষা বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সদর উপজেলা পরিষদের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পরিচালক প্রফেসর ড. কামাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘাপতিয়া এম কে অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণ। মিড-ডে মিল ও মান সম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের সংগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আরও দেখুন

নন্দীগ্রামে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা 

নিজস্ব প্রতিবেদক:  বগুড়ার নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মার্চ) দুপুরে নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু ও জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ এএনএম আহছানুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিউল আলম ছবি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন, নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) গিরিশি চন্দ্র রায়, সহকারী শিক্ষক নুরুল ইসলাম, শরিফুল ইসলাম ও ফজর আলী লিটন প্রমুখ।