রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে রাতভর অনুষ্ঠিত হলো বাউল গানের আসর

নাটোরে রাতভর অনুষ্ঠিত হলো বাউল গানের আসর

নিজস্ব প্রতিবেদক
নাটোরে অনুষ্ঠিত হয়ে গেল বাউল গানের আসর। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ভোররাত  পর্যন্ত শহরের ‘হাজরা নাটোর’ এলাকায় দর্শক-শ্রোতাদের বাউল গানে মাতিয়ে রাখেন শিল্পীরা।

আসরে রাজশাহী বেতার ও স্থানীয় ২০ জন শিল্পী বাউল গান পরিবেশন করেন। গ্রামবাংলার চিরায়ত দেশীয় তার-যন্ত্র, ঢোল-তবলার তালে আর একতারার ঝংকারে, সুরের  মুর্চ্ছনায় মেতে ওঠে বাউল সংগীতের আসর।

দেশীয় সাংস্কৃতির লালন, চর্চা ও বিকাশ এবং নিজেদের আত্মশুদ্ধির লক্ষ্যে প্রতি বছর নিজ উদ্যোগে এই গানের আয়োজন করেন ‘ভোলামন’ নামে স্থানীয় একটি বাউল সংগঠন।

আরও দেখুন

নাটোর কেন্দ্রীয় মহাশ্মশানের পাহারাদারকে হত্যা

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,, নাটোরের বড় হরিশপুর কাশিমপুর মহাশ্মশানে পাহারাদার তরুণ কুমার দাস(৬০) কে হত্যা করেছে দুর্বৃত্তরা। …