শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নাটোরে রহস্যঘেরা ১১ মাথাওয়ালা নারকেল গাছ

নাটোরে রহস্যঘেরা ১১ মাথাওয়ালা নারকেল গাছ

নিজস্ব প্রতিবেদক গুরুদাসপুর,,,,,,,,,,,,,,নাটোরে গুরুদাসপুর উপজেলার একটি ইউনিয়ন মশিন্দা ইউনিয়ন। এই ইউনিয়নের একটি গ্রাম কাছিকাটা। কাছিকাটার বুক চিরে বয়ে গেছে বনপাড়া হাটিকুমরুল মহাসড়ক। এই গ্রামে এক সাথে গড়ে উঠেছে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান।  প্রতিষ্ঠানে রয়েছে একটি বড় খেলার মাঠ। পাশ দিয়ে বয়ে যাওয়া মেইন রাস্তা থেকে সরকারি প্রাথিমিক বিদ্যালয়ের মেইন প্রবেশ পথে ঢুকতেই চোখে পড়বে এমন বিরল প্রকৃতির নারকেল গাছ। গাছটি গেঁাড়া থেকে ৪ থেকে ৫ হাত বেড়ে দ্বিখন্ডে বিভক্ত হয়েছে। একখন্ডে জন্ম নিয়েছে ৬টি মাথা অপর খন্ডে জন্ম নিয়েছে পঁাচটি মাথা। এদের মধ্যে একটি মাথা নষ্ট বাকি ১০টি মাথাই জীবন্ত। কোন কোন মাথায় ধরেছে ডাব। রহস্যঘেরা এই গাছের জন্ম সঠিকভাবে কেউ বলতে না পারলে অনেকের ভাষ্যমতে এই গাছটির বয়স প্রায় ৩০ বছর। গাছে ক্রমেই বাড়ছে মাথা। রহস্যময় গাছ হয়ে উঠছে আরো রহস্যময়। ইতিমধ্যে এই গাছের কারণে কাছিকাটা গ্রামটি অনেকের কাছে পরিচিতি লাভ করেছে। এদিকে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান থাকলে অযত্ন আর অবহেলায় মুখ থুবড়ে পড়ে আছে বিরল গাছটি, যেন কেউ নাই দেখার।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …