সোমবার , অক্টোবর ১৪ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে মাদক সেবনকালে ৫ জন আটক

নাটোরে মাদক সেবনকালে ৫ জন আটক

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোর শহরে মাদক সেবনকালে ৫ জনকে আটক করেছে র‌্যাব।  তারা হল মাসুদ, সুমন, মনির, জাহিদ, মিঠুন। বৃহস্পতিবার রাতে তাদের মাদ্রাসা মোড় এলাকার মদিনা হাসপাতাল এলাকা থেকে আটক করা হয়।

র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি এস এম জামিল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে র‌্যাবের একটি অপারেশন দল শহরের মাদ্রাসা মোড় এলাকার আল মদিনা ক্লিনিক এর পাশে অভিযান পরিচালনা করে। এসময় মাদক সেবন করা অবস্থায় মাদকের আলামতসহ কাঠাল বাড়ি উত্তর চৌকিরপাড় এলাকার আজিজুল ইসলামের ছেলে মাসুদ রানা (২৮), নবীনগর এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে সুমন (৩০), কান্দিভিটার পিটিআই এলাকার শাহাদত হোসেনের ছেলে মনির হোসেন (২০), কানাইখালী মহল্লার আক্কাস আলীর ছেলে আবু জাহিদ (৪২), রথবাড়ি রাজাপুর এলাকার তাজেল শেখের ছেলে মিঠুন (২৪ হাতেনাতে আটক করা হয়।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক সেবীগণ বিভিন্ন এলাকা হতে এসে উল্লেখিত স্থানে একত্রিত হয়ে মাদক সেবন করছিল বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। উপরোক্ত ঘটনার ব্যাপারে নাটোর জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

আরও দেখুন

বেড়াতে এসে কেউটে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম ……….নাটোরের বড়াইগ্রামে কাল কেউটে সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে১৯ দিন চিকিৎসাধীন থাকার …