নিজস্ব প্রতিবেদক
নাটোরে মন্দির কমিটির নেতৃবৃন্দের মাঝে ডিও বিতরণ করেন এমপি শিমুল। নাটোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার দুপুরে মন্দির কমিটির সভাপতি সম্পাদকের হাতে এই ডিও তুলে দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার বানু’র সভাপতিত্বে এই ডিও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০১৯ যথাযথ মর্যাদায় ও সুষ্ঠুভাবে পালনের লক্ষে পূজা মন্ডপের সভাপতি/সম্পাদকগণের সাথে মতবিনিময় সভা এবং ৫০০কেজি করে চালের ডিও বিতরণ করা হয়।
আরও দেখুন
সিংড়ায় শহীদ ছাত্র-জনতার স্মরণে আলোচনা সভা ও বৃক্ষ রোপন
নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র-জনতার স্মরণে দোয়া, আলোচনা সভা ও বৃক্ষ রোপন কর্মসূচি …