মঙ্গলবার , ডিসেম্বর ৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে ব্রীজের নীচ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

নাটোরে ব্রীজের নীচ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের রুইয়েরভাগ গ্রামের ব্রীজের নীচ থেকে জুয়েল হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জুয়েল হোসেন সদর উপজেলার আগদিঘা গ্রামের বাবলু হোসেনের ছেলে। গতরাতে সদর উপজেলার রুইয়েরভাগ গ্রামের ব্রীজের নীচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাদাত হোসেন জানান, গতকাল জুয়েল হোসেন কোন একটা বাড়িতে বিয়ের দাওয়াত খেয়ে নিজে ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিল। এ সময় তার সঙ্গে আরো দুটি শিশু ছিল। পথে রুই এর ভাগ ব্রিজ এলাকায় আসলে হঠাৎ করেই সে অসুস্থ হয়ে ভ্যান থেকে পড়ে যায়। পরে তাকে এলাকাবাসী উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে রাত এগারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে জানিয়েছেন ফুড পয়জনিং এর কারণে অসুস্থ হয়ে পড়েছিল। এই কারণেই জুয়েলের মৃত্যু হয়ে থাকতে পারে।

আরও দেখুন

রাসিক প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন খোন্দকার আজিম আহমেদ

নিজস্ব প্রতিবেদক রাজশাহী,,,,,,,,,,,,,,,,,রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম …