নিজস্ব প্রতিবেদক
নাটোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খায়রুল(১৪) নামে এক স্কুলছাত্র মৃত্যুবরণ করেছে। শুক্রবার বিকেল পৌনে তিনটার দিকে নিহতের নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহত খায়রুল শহরের বড় হরিশপুর ইউনিয়নের বড়ভিটা এলাকার গাজী মন্ডলের ছেলে এবং পারভিন পাবলিক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।
পরিবারের লোকজন নারদ বার্তার প্রতিবেদককে জানায়, বড় বোনের বিয়ে উপলক্ষে বাড়িতে আপ্যায়নপর্ব চলছিল। প্যান্ডেলে প্যাডাস্টাল ফ্যান এর সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে অসাবধানতাবশতঃ বিদ্যুতায়িত হয়ে যায়। এ সময় খায়রুলের শরীর বৃষ্টির পানি ভেজা ছিল বলে জানায় স্বজনেরা। এতে সে গুরুতর আহত হয়। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শুক্রবার বাদ মারগরিব খায়রুলের মরদেহ দাফন করা হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও দেখুন
লালপুরে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ৫টি অবৈধ ইটভাটাকে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় ভাটা …