নিজস্ব প্রতিবেদক
নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম ও যুবদলের যুগ্ম সাংগঠনিক সম্পাদক সোহাগকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে তাদের আটক করা হয়।
সদর সার্কেলের এসপি অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত জানান, সাজ্জাদ হোসেন সোহাগের নামে এর আগে হত্যা, চাঁদাবাজি, অস্ত্র মামলা, মাদক মামলা সহ অনেক মামলা রয়েছে। সে অনেকদিন ধরে পলাতক ছিল তাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে।
অপরদিকে সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।
জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম বাচ্চু জানান, সন্ধ্যা সাতটার দিকে পুলিশ জেলা বিএনপি’র সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বাড়ি ঘেরাও করে। এরপর তারা কাজী শাহ আলম এবং সাজ্জাদ হোসেন সোহাগকে আটক করে নিয়ে যায়।
আরও দেখুন
লালপুরে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ৫টি অবৈধ ইটভাটাকে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় ভাটা …